হবিগঞ্জ জেলার কৃষক-কৃষাণি ভাই-বোনদের (কৃষি উপকরণ সহায়তা কার্ডধারী প্রকৃত কৃষক) জন্য সুখবর সরকার নির্ধারিত মূল্যে আপনার উৎপাদিত বোরো ধান বিক্রি করতে আজই যোগাযোগ করুন সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস ও উপজেলা খাদ্য অফিসে। আপনার ধান যথাযথ মানসম্পন্ন হলেই (আদ্রতা ১৪%, চিটাবিহীন বা খাদ্য বিভাগ কর্তৃক বিনির্দেশিত) আগে আসলে আগে বিক্রি করতে পারবেন ভিত্তিতে বিক্রি করতে পারবেন।
সূত্র : মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় মহোদয়ের নির্দেশনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস