“কৃষিই সমৃদ্ধি”
৩৩৩১ (কৃষক বন্ধু ফোন সেবা) নম্বরে কল করে সরাসরি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা কৃষি অফিসার মহোদয়ের সাথে কথা বলছেন কৃষক ভাইয়েরা।
উল্লেখ্য, কৃষক-কৃষাণি ভাই-বোনেরা “কৃষি বাতায়ন” http://krishi.gov.bd/ এর http://krishi.gov.bd/call-service সাইটে নিবন্ধনের মাধ্যমে ৩৩৩১ (কৃষক বন্ধু ফোন সেবা) নম্বরে কল করে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তার নিকট হতে সকল কৃষি বিষয়ক সেবা ও পরামর্শ গ্রহণ করুন।
এই ফোন সেবার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের অধীন “কৃষি সম্প্রসারণ অধিদপ্তর” এর সম্প্রসারণ সেবা প্রাপ্য
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস