সুপ্রিয় কৃষক ভাইয়েরা, দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার উপরে বিরাজ করলে আপনার বোরো ধানের জমি হিটওয়েভ বা অধিক তাপমাত্রা জনিত কারণে বোরো ধান চিটা হওয়া হতে রক্ষার জন্য অন্যান্য পরিচর্যার পাশাপাশি কাইচথোর (পিতথোর) অবস্থা হতে ফুল ফোটা পর্যন্ত (এছাড়া দানা বাঁধা পর্যন্ত পানি ধরে রাখা প্রয়োজন) জমিতে সর্বদা ৫-৭ সেন্টমিটার বা ২-৩ ইঞ্চি পানি ধরে রাখুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস