শিরোনাম
বিশেষ সতর্কতা- আকস্মিক বন্যার পূর্বাভাস (১০-১৭ এপ্রিল)
বিস্তারিত
প্রিয় কৃষক ভাইয়েরা-
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল, তদসংলগ্ন ভারতের আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা, কুশিয়ারা, কয়েকটি পয়েন্টের পানি বিপদসীমানা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় ধান ৮০% পাকলেই সকলকে যত দ্রুত সম্ভব ধান কেটে ফেলার জন্য অনুরোধ করা হলো । আধুনিক কম্বাইন হারভেস্টারগুলো ১.৫ ফিট পর্যন্ত কাঁদায় ধান কাটতে পারে। কোন স্থানে যদি ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দেয় অথবা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় যত দ্রুত সম্ভব স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অবহিত করার জন্য অনুরোধ করা হলো। হাওরের ফসল রক্ষার দায়িত্ব আমাদের সবার, আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একসাথে কাজ করি।