Our Achievements (2009 up to 2018)
১। আউশ আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা : ১০১৬১৫ টি কৃষি পরিবারকে ১২৯৩.৫০৬১০ লক্ষ টাকার বিনামূল্যে উপকরণ সহায়তা প্রদান
২। কৃষি পূর্নবাসন কর্মসূচি : বন্যায়/ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৯৮৫০ টি কৃষক পরিবারকে ৮৮৯.৮৯১ লক্ষ টাকার উপকরণ সহায়তা প্রদান
৩। কৃষি সহায়তা কার্ড বিতরণ : ২৮১৪১৮টি কৃষক পরিবার।
৪। ১০ টাকায় কৃষকের ব্যাংক একাউন্ট খোলা : ১৩৪০২৫ জন কৃষক/ কৃষানী
৫। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষক/ কৃষানী প্রশিক্ষণ : ৫৩২২০ জন ।
৬। বিভিন ফসল আবাদে প্রযুক্তি, নতুন জাত ও ফল বাগান সম্প্রসারণের জন্য প্রদর্শনী স্থাপন : ২১৫৫৫ টি ।
৭। বিনা মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ :২৯২ টি
৮। ভর্তূকীর আওতায় যন্তপাতি বিতরণ : ১৩৪৮ টি
৯। আউশ আবাদ বৃদ্ধি : ১১৪৬৮ হে. (প্রায়)
১০। মৌসুমী পতিত জমি চাষের আওতায় আনয়ন : ৫০০০ হে. (প্রায়)
১০। বোরো চাষে ডিজেলে ক্রয়ে ভর্তুকী : ১০৪২.১৯ লক্ষ টাকা
১১। খাদ্য উৎপাদন বৃদ্ধি : ৩১.৪৯%
১২। বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপন : ২২৬৯৫৫৯১ টি।
১৩। ফসলের নিবিড়তা বৃদ্ধি : ১৩৩-১৭৫%
·
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS